ওয়েবমেট্রিক্স এর ফাইজলামি এবং শাবিপ্রবির নাচানাচি
দুই দিন আগে ফেসবুকে হঠাৎ করে একটা নিউজ নজর কারল। নিউজের হেডলাইনটি ছিল হুবহু এই রকম “দেশসেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর সাথে নিচে স্নিপেটে লেখা “ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে এবার প্রথম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।” এই রকম একটি নিউজ দেখে প্রথমেই একটা খটকা লাগল। যদিও আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একটা বিষয় স্বীকার করতে কখনো দিধা বোধ করি না, বুয়েট এখনো বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় । এমন না যে আমার ইনফিরিওরিটি কমপ্লেক্স আছে, যা সত্য তা বলতে হবে।