বাজারে অনেক রকম ব্রেডবোর্ড পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত প্রকারটি দেখতে এরকম
এই ব্রেডবোর্ডের ভিতরের কানেকশন অনেকটা এরকম
এইখানে দেখা যাচ্ছে যে মাজখানের দিকে কলামগুলা একে অন্যের সাথে সংযুক্ত আর নিচের এবং উপ্রের মোট ৪টা সারি নিজেরা সংযুক্ত তবে এই ৪টা সারি মাজখানে বিভক্ত।
এই ব্রেডবোর্ডে একেকটা হলুদ লাইন একেটা নোড হিসেবে কাজ করে। তাহলে তহ বুঝাই যাচ্ছে সার্কিটের একেকটা নোড কিভাবে ব্রেডবোর্ডে বসাতে হবে…… শুধু আমাদের সার্কিটের নোড এর সাথে মিল রেখে ব্রেডবোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট পয়েন্ট টু পয়েন্ট এ বসালেই সার্কিট তৈরি হয়ে যায়।
যেহেতু দেখা যাচ্ছে উপরের এবং নিচের দুইটা সারি বিভক্ত আছে প্রয়োজনে অনেক সময় নিচের ছবির মতো একটা কানেকশন দিতে হতে পারে।
আগামি পর্বে আমরা ব্রেডবোর্ডে সার্কিট বানানো শিখব।