আদিম যুগে জন্ম নেয়া এক আধুনিক মানুষ পারভেজ । বয়শ ২১৩ । জীবনে দুঃখ বলতে কিছু নেই। তার জীবনের হরেক রকমের ঘটনা অনেক আজব কাহিনির মতো লাগে। তার কিছু কাহিনি এই খানে লিখলাম। আশা করি ভালো লাগবে।
- আমাদের পারভেজ সাহেব যেকোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করতে পারেন।
- পারভেজ সাহেব বইয়ের প্রচ্ছদ দেখেই বলে দিতে পারেন এর কোন পাতায় কী আছে।
- পারভেজ সাহেব কয়েকবার ইনফিনিটি পর্যন্ত গুনেছেন।
- পারভেজ সাহেব দিনে ছাব্বিশ ঘন্টা পড়াশোনা করেন।
- পারভেজ সাহেব বৃষ্টির পানি দিয়ে বরফ মানব বানাতে পারেন।
- পারভেজ সাহেব পেয়াজ কে ও কাদাতে পারেন।
- পারভেজ সাহেব গরুর দড়ি দিয়ে গিটার বাজান।
- পারভেজ সাহেব একদিনে রোম নগরি তৈরি করেছেন।
- বিখ্যাত মনালিসা হাসির আসল জনক পারভেজ সাহেব।
- পারভেজ সাহেব বেশ কয়েকবার এক ওভারে ১০০ রান নিয়েছেন।
- পারভেজ সাহেব এক বলে ২৪ রান পর্যন্ত নিতে পারেন।
- পারভেজ সাহেব ‘Recycle Bin’ কে ও ডিলিট করতে পারেন।
- পারভেজ সাহেব এক পাখি দিয়ে দুই ঢিল মারতে পারেন।
- পারভেজ সাহেব আলোর বেগে হাঁটেন না, আসলে আলো তামিম সাহেবের বেগে ছুটে।
- পারভেজ সাহেব একবার লুডুতে একদানে সাত তুলে ফেলেছিলেন… ।
1 Comment