এই ঈদে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বলে রাখা ভালো আমাদের বাড়ি মানে এক ফ্যামিলির বাড়ি না। আমাদের বাড়িতে অনেক পরিবার বাস করে। তা যাই হোক । আমাদের বাড়িতে মুটামুটি বড় একটা পুকুর আছে। হঠাৎ সন্ধ্যার সময় মনে হল পুকুরটির ছবি তুলি তাই তুললাম , আর এখন শেয়ার করলাম কীরকম লাগল ছবিগুলো জানাবেন আশা করি।
Pingback: Vanessa Smith