বিজয় দিবস

আজ ১৬ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন। যেদিন পেল আমাদের দেশ পাক হানাদার বাহিনি থেকে মুক্তি। কিন্তু তারা রেখে গেল তাদের কিছু দালাল, যারা আমাদের মাঝে তাদের বীজ বোনার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে । তারা চায় আমাদের দেশটা হয়ে যাক তাদের বাপ পাকিস্তানের মত। তারা চায় আমাদের মাঝে ধর্মান্ধতার বীজ বোনতে , চায় আমাদের মাঝ থেকে জাতিসত্তা তুলে দিতে। তারা আর কেও নয় তারা আমাদের দেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী ।

 

আমি বুঝিনা স্বাধিনতার এত বছর পরেও কেন আমাদের মাটিতে তারা কিভাবে দাড়িয়ে থাকতে পারে। তাদের কি লজ্জা সরম নাই ? আর আমাদের দেশের সরকার কেন এই যুদ্ধাপরাধীদের বিচার স্বাধিনতার ৪০ বছরেও সম্পন্ন করে নাই ? আজ স্বাধিনতার ৪০ বছরে আমাদের দুটি চাওয়া , প্রথমত এই যুদ্ধাপরাধীদের বিচার। আর দ্বিতীয়ে আমাদের দেশের দারিদ্র থেকে অবসান।

 

নেট এ খুইজা কয়ডা অ্যানিমেশন দিলাম।

দেশের জন্য লেখা আমার প্রথম কবিতাটি আবার সাথে যোগ করে দিলাম।

 

বাংলাদেশ তোমায় সালাম , এসেছে তোমার বিজয়ের দিন।
যখন পেলে তুমি বিজয় ওই হানাদার বাহিনী থেকে,
পেলে নিজের একটি নাম আর ফিরে হারানো সম্মান ।

 

যারা আমদের জন্য দিয়ে দিল প্রাণ,
যারা করেনি চিন্তা কখনও তাদের,
ভেবেছে শুধু দেশের জন্য,
তাদের জানাই আমার স্বশ্রদ্ধ সালাম।

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *