The reality of news
আজ বিকেলে হঠাৎ টেলিভিশনে চ্যানেল পালটাতে পালটাতে একটি দেশি সংবাদ চ্যানেলের(চ্যানেলের নাম এখন প্রকাশ করলাম না, তবে ভবিষ্যতে প্রকাশ করতে পারি) নিচের স্ক্রলে একটি খবর দেখে এক প্রকার তাশখি খেয়ে যাই। স্ক্রলে লিখা “ছাত্রলীগের বিক্ষবের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ বাতিল করা হয়েছে”। কিন্তু আমার প্রশ্ন আমি যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সারা দিন বর্ষবরণ অনুষ্ঠানে ছিলাম সেটারই কথা কি তারা লিখেছে?……. এখন বিষয়টি সবার কাছে পরিষ্কার করি। আসলে আজ ছাত্রলীগ বিক্ষব ঠিকই করেছে কিন্তু অনুষ্ঠান বাতিল হয় নাই। সংবাদ মাধ্যমটি মনে হয় অর্ধেকটি খবর পেয়ে বাকি অর্ধেকটি তাদের মতো বানিয়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের এরকম দায়িত্বহীন…
Read more