ইলেকট্রনিক্স : প্রথম ব্রেডবোর্ডে সার্কিট

এই পর্বে আমরা একটা সাধারণ সার্কিট ব্রেডবোর্ডে বানিয়ে দেখব। এর জন্য আমরা প্রথেমে দেখে নেই আমাদের সার্কিটটা কীরকম

 

Circuit to construct

চল এই সার্কিটের জন্য আমরা ব্রেডবোর্ড সার্কিট বানাই।

 

প্রথমে আমরা সার্কিট থেকে নোড গুলা বের করে নেব । এই খানে দেখা যাচ্ছে ৩তা নোড আছে তাই আমরা ৩ নোডের নাম দিয়ে দিলাম।

Nodes named

এখন আমরা ব্রেডবোর্ডে কাজ শুরু করবো। সুরুতেই আমরা ব্যাটারি (Cell) ব্রেডবোর্ডে লাগাবো

6

এখন আমরা দেখতে পারছি যে যেহেতু আমরা সার্কিটে সেল এর পসিটিভ কে  নোড ১ এবং নেগাটিভ কে নোড ২ নাম দিয়েছি ব্যপারটা অনেকটা এরকম

7

 এখন আমরা আমাদের ব্রেডবোর্ডে বাকি কম্পোনেন্ট (রেসিস্টর) বসাব। রেসিস্টর গুলা অবশ্যই নোড নাম্বার মিলিয়ে বসাতে হবে। রেসিস্টর গুলা বসানোর পরে ব্রেডবরদতা অনেকটা এরকম দেখাবে।

8

এখন আমরা তার দিয়ে বাকি কানেকশনগুলা বসাবো।  এখঙ্খেয়াল রাখতে হবে যে কম্পোনেন্ট আমাদের তইরি নোডের সাথে কানেক্তেড না সেগুলা তার দিয়া কানেক্ট করতে হবে। তার দিয়ে কানেকশন করার পরে  আমাদের ব্রেডবোর্ড দেখতে এরকম হবে।

9

আসা করি এই পর্বের পরে ছোট খাট সার্কিট ব্রেডবোর্ডে বানাতে তেমন কোন সমস্যা হবে না।

3 Comments

  1. Tahmid

    Nice

    Reply
    1. shparvez001 (Post author)

      Thanks buddy

      Reply
  2. Imtiaz

    liked it… we need more lessons sir…

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *