বাংলাদেশের পড়াশোনা এখন কোচিং নির্ভর হয়ে আছে। আর শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের ধোঁকা দেয়ার জন্য কোচিং ব্যবসায়িরা বিভিন্ন ফাঁদ পেতে বসে থাকে। আজকাল রাস্থায় বের হলেই দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টারের পোস্টার। শিক্ষার্থীদের বিভিন্ন রঙ্গিন প্রত্যাশার বানী দেখান তারা এই পোস্টারের মাধ্যমে। বিভিন্ন পত্রিকায় ও এসব পোস্টারের অনুরূপ বিজ্ঞাপন দেখা যায়। এসব বিজ্ঞাপনে উল্লেখ করা বেশিরভাগ কথাই থাকে মিথ্যা। এসব মিথ্যা বিজ্ঞাপনের অনেক প্রমাণ পাওয়া যায়। এখানে আমি একটা ফটো দিলাম যা আমি প্রথম আলো পত্রিকা থেকে তুলেছিলাম। ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন।
উপরের ছবিটিতে আপনারা দেখতে পারছেন দুটি কোচিং সেন্টারের বিজ্ঞাপন । যদি ভালো ভাবে লক্ষ্য করে থাকেন দেখবেন দুটি প্রতিষ্ঠানই দাবী করছে নাদিম এবং চিশথী (২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১ম এবং ৩য় হওয়া ছাত্র ) তাদের প্রতিষ্ঠানের ছাত্র ( আপনাদের সুবিধার জন্য মার্ক করে দিলাম )।
বিঃদ্রঃ — ছবিটি ঠিকমতো দেখা না গেলে ডাউনলোড করে দেখুন।
Maybe they were coached by both of the mentioned coaching centers. That can surely happen!