সারা রাত না ঘুমিয়ে ক্যাম্পাসে গেলাম , ভাবলাম আজকে হয়তো রাস্তাতেই পরে যাবো । কিন্তু দিন শেষের কাহিনী এই যে আজ সারা দিন খুবই মজায় কাটছে । ভার্সিটিতে বন্ধুর জন্মদিন উপলক্ষে সেই ফালাফালি, আর বিকেলে বন্ধুরা মিলে আড্ডা ।
অবশেষে আজকের দিনটি অন্যতম মজার দিনগুলোর মধ্যে একটি । একেই বলে ক্যাম্পাস লাইফ ! জীবনের আনন্দময় দিনগুলো সব এখনি কাটাইতেছি বইলা মনে হয় । আগে জীবনে মজার যে সংজ্ঞা ছিল তা এখন বদলে যাচ্ছে ।
জয় ক্যাম্পাস লাইফের ।