শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার বিচার চাই

কাল রাতে ঘুমানোর আগে ফেসবুকে দেখলাম ভার্সিটির ২০০৯- ১১ র দুইজন বড় ভাই নিখোঁজ । তাদের না কি খবর পাওয়া যাচ্ছে না । এটা কিরকম কথা সুস্থ সবল দুইজন হঠাৎ নিখোঁজ ? পরে দেখলাম অনেকেই লিখতেছে তারা নাকি বেড়াতে গিয়েছিল , সেখানে ডাকাতের কবলে পরে । ডাকাতরা তাদের দুই জনকে নিয়ে যায়। আমি ভাবলাম হয়তো আজকে ফিরে আসবে।

 

আজ দুপুরে যখন ফেসবুকে ঢুকলাম , তখন একটা বিষয় অনেকেই লিখতেছে গতকাল নিখোঁজ হওয়া দুই জনের নাকি মৃত লাশ পাওয়া গেছে । বিস্তারিত সংবাদটি একটু পরে নিয়েন এইখান থেকে    অথবা এইখান থেকে । এই সংবাদটি পেয়ে আমি সত্যিই খুবই আশ্চর্য এবং ক্ষিপ্ত । এটি আমাদের জন্য সত্যিই দুঃখের সংবাদ। এইরকম ঘটতে থাকলে আমরা তো শান্তিতে ঘরের বাইরে বের হতে পারব না ।

 

আসুন আমরা সবাই এই প্রতিবাদ জানাই । এই ঘটনা আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনিক এবং খাইরুল এর সাথে হয়েছে কালকে তা আমদের সাথে হতে পারে। আমরা এই ঘটনার  সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই…

289722_10150496110657268_803172267_8564326_1354598763_o

 

 

সাস্টিয়ানরা এই ফেসবুক ইভেন্টে যোগ দিন
https://www.facebook.com/events/109389962512891/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *