বেশ কয়েকদিন আগে কোন এক হিমুর বইয়ে পরেছিলাম, কোন সংবাদ কারো কাছে সুখের হলে তা অবশ্যই অন্য কারো কাছে দুঃখের হয়। এটা একটা সমীকরণের মাধ্যমে হুমায়ুন আহমেদ বুঝাইছিলেন । তখন হয়তো ভেবেছিলাম এইটা লেখক লেখার জন্য লিখেছিলেন । Just for Fun । না কিন্তু তা মজা করার জন্য লেখক লেখেন নি। এটা যে একটা চরম সত্য তা আজকে আমি অনুভব করতে পারলাম। কোন সংবাদ কারো জন্য সুখ আনলে অন্য কারো জন্য ঠিকই দুঃখ নিয়ে আসে। যাতে পৃথিবীর সব দুঃখ সুখ যোগ করলে সমান সমান হয়ে যায়।
গণিতের সমীকরণে যা দাড়ায়
আজকে সত্তিই বুঝতে পারলাম অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শিখায় । আশা করি আজকের অভিজ্ঞতা আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।