মনের কথা প্রকাশ না করতে পারলে দুঃখ পেতে হয়।

আমরা যখন আমাদের মনের কথা প্রকাশ করতে পারিনা তখন আমাদের মন যে কতটুকু ভারি হয় তা একমাত্র সে ই বলতে পারে। এবং যখন আমরা আমাদের মনের মথা আটকিয়ে রাখি তখন একটা বিষয় ভবিষ্যতের জন্য থেকে যায়। আর তা হচ্ছে আমাদের জন্য দুঃখ। এটা একটা অবধারিত বিষয় যে আমরা যদি মনের কথা প্রকাশ না করি ভবিষ্যতে এর জন্য অনেক বড় দুঃখ পেতে হয়।

 

এই বিষয়ের অভিজ্ঞতা আমি নিজেও বেশ কয়েকবার আমার জীবনে পেয়েছি। কিছু মনের কথা না বলায় ( সহজ ভাষায় বলতে গেলে আমার বলতে দেরি হওয়ায়  ) জীবনে অনেক দুঃখ পেতে হয়েছে। তাই নিজেকে অনেক বদলানর চেষ্টা করেছি। কিন্তু কি আর করা নিজেকে বদলানো অনেক কঠিন বিষয় আর তাই নিজেকে বদলাতে পারি নি। তাই আজও দুঃখ পেয়ে যাই। এবং আশা করি আগামিতেও আর দুঃখ পেতে পারব। কি আর করার নিজের ভুলের মাশুল সারা জীবন দিয়ে যেতে হবে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *